বাংলাদেশ vs ওয়েস্ট ইন্ডিজ: দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
Note Title

http://linqto.me/n/jdrv
Note URL

Content:

বাংলাদেশ vs ওয়েস্ট ইন্ডিজ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২০৭ রানের স্বল্প পুঁজি নিয়েও ৭৬ রানের বিশাল ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এবার সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

গত ম্যাচে মিরপুরের কালো উইকেট ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। দ্বিতীয় ওয়ানডেতেও স্পিন-বলিংয়ের সুবিধা কাজে লাগাতে বাংলাদেশ চারজন বিশেষজ্ঞ স্পিনার ও এক পেসার মুস্তাফিজুর রহমানকে একাদশে রেখেছে। সিরিজের মাঝপথে স্কোয়াডে যুক্ত হওয়া নাসুম আহমেদকে দ্বিতীয় ম্যাচেই একাদশে নেওয়া হয়েছে, যার কারণে তাসকিন আহমেদ ছিটকে গেছেন।

বাংলাদেশ vs ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশ vs ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের একাদশে আছেন: সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শেরফান রাদারফোর্ড, অ্যাকিম অগাস্টে, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুদাকেশ মোতি, খারি পিয়েরে এবং আকিল হোসেন।

বাংলাদেশ স্পিনারদের সক্রিয়তায় দ্বিতীয় ম্যাচেও কৌশলগত সুবিধা কাজে লাগিয়ে সিরিজে জয় নিশ্চিত করার চেষ্টা করবে।

Keywords (Tags):  






Share note:   

Email note:    
   

Created by:    Mazhar Haque
 
Created on:   

Hits:   1
Why Join?  | Contact Us  | Linqto.me - all rights reserved. Version 9.1.10.45